Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ক্রিসমাস শপিং সিজনে প্রচুর বিক্রী হয়েছে সনির প্লে-স্টেশন পণ্য
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০১-১০
রেটিং: ০ মন্তব্য:
ক্রিসমাস শপিং সিজনে প্রচুর বিক্রী হয়েছে সনির প্লে-স্টেশন পণ্য
পশ্চিমা দেশে শপিং এর জন্য সবচেয়ে বড় উপলক্ষ হচ্ছে ক্রিসমাস এবং এবারের ক্রিসমাসে জাপানের বিখ্যাত কঞ্জিউমার ইলেক্ট্রনিক্স কোম্পানী সনির জন্য বিশাল সৌভাগ্য বয়ে এনেছে। সম্প্রতি সনি বিগত ক্রিসমাসে তাদের প্লে-স্টেশন ডিভাইস বিক্রীর সংখ্যা প্রকাশ করেছে। এবারের ক্রিসমাসে সনি ৬৫ লক্ষ ইউনিট প্লে-স্টেশন ডিভাইস বিক্রি করেছে। এর মধ্যে আছে সনির প্লে-স্টেশন ভিটা, পিএস৩ এবং পিএসপি।
সনির ভাষ্যমতে প্লে-স্টেশন ভিটা এ পর্যন্ত ৫ লক্ষ ইউনিট বিক্রী হয়েছে। ডিসেম্বরের ১৭ তারিখে সনি প্লে-স্টেশন ভিটা জাপানে ছাড়ে এবং ঐ মাসেরই ২৩ তারিখে হংকং এবং তাইওয়ানে ভিটা ছাড়া হয়। প্রাথমিক অবস্থায় ভিটা ব্যবহারকারীদের জন্য ছিল মাত্র ২৪টি গেমস। এখন ৭০ টিরও বেশি গেমস নিয়ে সনি কাজ করছে।
এই ক্রিসমাসে বিশ্বব্যাপী ৩৯ লক্ষ ইউনিট পিএস৩ বিক্রী হয়েছে এবং সনি ধারণা করছে যে চলতি অর্থবছরের শেষে বিশ্বব্যাপী সনি ১কোটি ৫ লক্ষ ইউনিট পিএস৩ কন্সোল বিক্রি করবে। ঐ একই সময়ে
১৬ লক্ষ ইউনিট পিএসপি বিক্রি হয়েছে।
পিএস২ পুরানো হলেও গেমারদের মাঝে এখনো যথেষ্ট জনপ্রিয়। এই ক্রিসমাসে সনি ৫ লক্ষ ইউনিট পিএস২ বিক্রি করেছে।
সূত্রঃ কম্পিউটার ভিডিও গেমস
http://www.computerandvideogames.com/331587/vita-sales-hit-500k-ps3-shifts-39-million-during-holidays/
খবরের ছবিগুলো