Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ঢাকায় অনুষ্ঠিত হলো এসএপি ফোরাম ২০১২
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৪-২৫
রেটিং: ০ মন্তব্য:
ঢাকায় অনুষ্ঠিত হলো এসএপি ফোরাম ২০১২

অন্যান্য দেশের পাশাপাশি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসএপি বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।এ বিষয়ে গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয় ‘এসএপি ফোরাম ২০১২’ শীর্ষক বিশেষ আয়োজন।

এসএপি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক পিটার গার্টেনবার্গ বলেন, বাংলাদেশ অত্যন্ত দ্রুত দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হচ্ছে। আর এই উন্নয়নে অংশগ্রহণ করতে পেরে আমরা উৎসাহী। অনুষ্ঠানে বক্তব্য দেন এসএপি ইন্ডিয়ার এমাজিং বিজনেস ভাইস প্রেসিডেন্ট প্রিয়দর্শী মহাপাত্র। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের গ্রাহকেরা যেন সহজে এবং দক্ষতার সঙ্গে তাঁদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে, এ জন্য স্থানীয় চাহিদা অনুযায়ী ‘কাস্টোমাইজ’ করা বিশেষ সলিউশন প্রদান করার লক্ষ্যে এসএপি বেশ কিছু স্থানীয় সহযোগীর সঙ্গে কাজ করছে।
খবরের ছবিগুলো