Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > সিলেট জেলা পুলিশের ১১ থানায় কম্পিউটার অপারেটরদের প্রযুক্তির প্রশিক্ষণ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৬-১৫
রেটিং: ০ মন্তব্য:
সিলেট জেলা পুলিশের ১১ থানায় কম্পিউটার অপারেটরদের প্রযুক্তির প্রশিক্ষণ
সিলেট জেলা পুলিশের ১১ থানার কম্পিউটার অপারেটরদের অপরাধী শনাক্ত করতে প্রযুক্তির ব্যবহারে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)’ শিরোনামের এই প্রশিক্ষণ দেয়া হয়। পুলিশের পদস্থ কর্মকর্তাদের আশাবাদ, এখন থেকে জেলা পুলিশের থানা থেকে অপরাধীদের অপরাধসংক্রান্ত অতীত ও বর্তমান তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং প্রযুক্তি-সুবিধাকে কাজে লাগিয়ে দ্রুত অপরাধী চিহ্নিত করে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।তিন দিনের প্রশিক্ষণে ব্যক্তি এন্ট্রি অপরাধের বিভিন্ন তথ্য, কোড নম্বর, ভিপিএন সার্ভারে প্রবেশ করা, সফটওয়্যার সম্পর্কে ধারণা এবং আইওএম ও এসওপি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ইব্রাহীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. এনামুল কবির বিশেষ অতিথির বক্তব্য দেন।
খবরের ছবিগুলো